Voice of Insaf: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় তার প্রাক্তন স্ত্রী সামিরা, খলনায়ক ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলাটিতে চার্জশিট দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেয়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অগ্রগতি বা বিলম্বের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে সংস্থাটি আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছে।
এদিকে মামলার বাদীপক্ষ আদালতে পৃথক আবেদনের মাধ্যমে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন জানিয়েছে। যাদের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছে তারা হলেন-সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আব্দুল ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র সাড়ে তিন বছরের চলচ্চিত্রজীবনে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন, যার অধিকাংশই ব্যবসাসফল ও দর্শকপ্রিয়তা অর্জন করে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর দীর্ঘ সময় ধরে মামলাটি অপমৃত্যু হিসেবে তদন্তাধীন ছিল। প্রায় তিন দশক পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে।
তবে গত বছরের ২০ অক্টোবর আদালত অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। একই দিন রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।



