Voice of Insaf: ইনকিলাব মঞ্চ ইউকের আয়োজনে যুক্তরাজ্যব্যাপী জাতীয় ক্যাম্পেইন ‘মার্চ ফর ইনসাফ’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শহীদ ওসমান হাদির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তার নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাম্পেইনটি ইংল্যান্ডের সর্বদক্ষিণের শহর পোর্টসমাউথ থেকে শুরু হয়ে ওয়েলস, মিডল্যান্ডস, নর্থ ওয়েস্ট, ইয়র্কশায়ার ও নর্থ ইস্ট অতিক্রম করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গিয়ে শেষ হয়। এ সফরকালে যুক্তরাজ্যের অন্তত ১৭টি শহরে দোয়া মাহফিল, জনসভা, পথযাত্রা এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার লন্ডন থেকে যাত্রা শুরু করে প্রথম দিন পোর্টসমাউথে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে ব্রিস্টল ও কার্ডিফসহ বার্মিংহাম, লেস্টার, নটিংহাম, ম্যানচেস্টার, ওল্ডহাম, ব্ল্যাকবার্ন, ব্রাডফোর্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ড এবং সর্বশেষ এডিনবরায় সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ শেষ হয়।
প্রতিটি সমাবেশে ন্যায়বিচার, মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা।
মার্চ চলাকালে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা তার ওপর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও দেশের জন্য ত্যাগের কথা তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনা করেন।
শনিবার (৩ জানুয়ারি) এডিনবরায় চূড়ান্ত কর্মসূচি শেষে প্রতিনিধিদল লন্ডনে ফিরে সোমবার (৫ সোমবার) সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে। লন্ডনের অসবোন স্ট্রিটের সুইট হার্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাতীয় ক্যাম্পেইনের সারসংক্ষেপ, বিভিন্ন শহরের জনসাধারণের প্রতিক্রিয়া এবং প্রবাসী কমিউনিটির বার্তাগুলো তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক মুজাহিদ রিয়াজ বলেন, ইনকিলাব মঞ্চ ইউকে সূচনালগ্ন থেকেই মূলধারার সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। সাংস্কৃতিক অগ্রাসন রুখতে শহীদ ওসমান হাদি যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা বিশ্বব্যাপী অব্যাহত থাকবে।
ইনকিলাব মঞ্চ ইউকের সদস্য সচিব বেলাল হোসেন বলেন, এই যাত্রা এখানেই শেষ নয়; এটি একটি নতুন সূচনা। আগামীতে আরও বড় কর্মসূচির মাধ্যমে শহীদ ওসমান হাদির সংগ্রামকে এগিয়ে নেওয়া হবে।
মিডিয়া ও কমিউনিকেশনস টিমের সদস্য তৌহিদুল করিম মুজাহিদ বলেন, মার্চ ফর ইনসাফ কেবল একটি সফর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি চলমান আন্দোলন। শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি মাস থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ধারাবাহিক কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করা হবে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের ঘোষিত ৩০ দিনের আল্টিমেটাম শেষে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রেমিট্যান্স শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।
ইনকিলাব মঞ্চ ইউকের ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে প্রবাসী কমিউনিটির মধ্যে ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে। কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও সামনে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে বলে জানান আয়োজকেরা।