Voice of Insaf: সিরাজগঞ্জ জেলায় শিশুদের অংশগ্রহণে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। UNICEF-এর অংশীদারত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতার বাংলা প্ল্যাটফর্ম হ্যালো, যা পরিচালিত হয় bdnews24.com-এর মাধ্যমে।

বুধবার (১৪ জানুয়ারি) জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ের মোট ২০ জন কিশোর-কিশোরী অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হ্যালোর সহসম্পাদক সাদিক ইভান।
কর্মশালার প্রথম দিন মঙ্গলবার অংশগ্রহণকারী শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার সনদ, সংবাদ ও ফিচার লিখন, তথ্য যাচাই এবং সাংবাদিক হিসেবে কাজ করার ক্ষেত্রে সম্ভাব্য সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় দিন বুধবার সংবাদ প্রতিবেদনের বিষয় নির্বাচন, মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও প্রতিবেদন তৈরি এবং হাতে-কলমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিশুরা জাতীয় সংগীত পরিবেশন, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদত হুসেইন বলেন,পৃথিবী একটি খোলা জানালার মতো। প্রতিটি শিশুকে পড়াশোনার পাশাপাশি এই খোলা জানালার সঙ্গে যুক্ত হয়ে জ্ঞান অর্জন করতে হবে। হ্যালো সেই জানালার পথ উন্মুক্ত করে দিয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুরা নিজেদের মত প্রকাশের পাশাপাশি শিশু অধিকার বিষয়ে মতামত দিতে এবং সমাজের অসংগতি তুলে ধরতে পারবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের লেখনির মাধ্যমে শিশুদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সংক্রান্ত বিষয়গুলো আরও স্পষ্টভাবে উঠে আসবে।

